পয়লা আষাঢ়... বর্ষার শুরু.. ঝম ঝম বৃষ্টি... পানিতে শায়লাব প্রিয় ঢাকা। এরম দৃশ্য দুপুর/বিকেলে ভাল লাগে ... কিন্তু সকালেতো অবশ্যই না... অফিসে আসার প্রাক্কালে এরম কিছু বরং মেজাজ বিগ্‌ড়ায় :(... বৃষ্টিপ্রেমিরা আমার উপর খেপতে পারেন কিছুটা...




কদম ফুল বিক্রি আর কেনার হিড়িক দেখা গেল আজ। ধীরে ধীরে বাঙালির বাঙলা ইভেন্টগুলোতে অংশগ্রহণ ক্রমেই বাড়তেছে। পুরোটাই এমএনসি’র বদৌলতে... বাজারজাতকরণ এর নয়া জিকির বাঙালির সাংস্কৃতির আবাহনের সুযোগে নেয়া। পাবলিকের পকেট ফুটা করার নয়া নয়া তরিকা লইয়া সামনে আইসা খাড়ায়... তারপরেও... সকল দুঃখ বেদনার বাইরেও যতটুকু আনন্দ উদ্‌যাপন... ততটাই মনের বিনোদিত হওয়া।

ঝা ঝা রৌদ্দুরের দুপুর বেলায় বের হয়ে ঝকঝকে আকাশ আমায় মুগ্ধ করল... আহা কি নীলের মেলা আজ... কাউকে অবশ্যই আজ মিস করছি... মাঝে মাঝে কঠিন কর্পোরেট কালচার ভাইঙা আউলা হইয়া কাউরে লইয়া রাস্তায় ঘুর'তে ভালই লাগে। জলবায়ু পরিবর্তনহেতু বর্ষার শুরুটা অনেক আগে থেকেই দেখা যাচ্ছিল... রাস্তার দুপাশের মৃতপ্রায় গাছ গুলোর সবুজ হয়ে ওঠা... ধুলোবালির প্রলেপ পড়া ঢাকার শহরকে প্রকৃতি তার নিজস্ব তরিকায় ঝকঝকে তকতকে করে দিয়ে গেল...

নীল নবঘন আষাঢ় গগনে
তিল ঠাই আর নাহিরে
ওগো আজ তোরা
যাসনে ঘরের বাহিরে।


ফটুকের জন্য কৃতজ্ঞতা ::
~Mouly~

::: আজকের আবহাওয়া সংবাদ :::
আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছেকোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারেদিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারেসোমবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ এবং সর্বনিম্ন ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৩ দশমিক ৫ এবং সর্বনিম্ন টেকনাফে ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসসকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ এবং সন্ধ্যা ৬টায় ৮৮ শতাংশ

সারাদেশে সর্বোচ্চ : ৩৩.৫, রাজশাহী
সারাদেশে সর্বনিম্ন : ২৩.৬, টেকনাফ
আগামীকাল সূর্যোদয় : ৫টা ১৫
আজ সূর্যাস্ত : ৬টা ৫০

:D:)B-);):P

সামহোয়ারইনব্লগের নিউজ
বাইরে দুনিয়ার বৃষ্টি পর্তাছে... সো... দিশি ব্লগারগো উপস্থিতি কম হৈবে... বেবাক্তে খিচুরী লৈয়া পর্বো... বৃস্টির পোস্ট বেশী হৈব... আজকের ব্লগারদের সর্বোচ্চ উপস্থিতি ৭৫ এবং সর্বনিম্ন উপস্থিতি ৩০

বিশেষ সাবধানতা:
#
বাসায়, অফিসে, আড্ডার স্থলে, অফিস ব্যাগে, স্কুল ব্যাগে, বিভিন্ন জায়গায় ছাতা রাখুন... যাতে প্রয়োজনের সময় পাওয়া যায়
#
বৃষ্টির দিনে ভারি পোশাক নয়... হালকা পোশাক পরিধান করুন... বাইরে বের হওয়ার সময় পোশাক এভয়েড করুন
#
ভেজা শরীরে বাসায় আসার সঙ্গে সঙ্গে দিগম্বর হয়ে শরীর শুকিয়ে নিন
#
বৃষ্টিতে সেলফোন ভিজে যেতে পারে তাই ভাব মারার জন্য ডামি সেল ব্যবহার করুন আর আসলটা বাসায় রেখে আসুন
#
বৃষ্টির দিনে রাস্তায় পানি জমে গেলে ম্যানহোলোর অবস্থান নির্ণয়ে সমস্যা হতে পারেতাই হাটুর উপরে একটা বাঁশ আড়াআড়ি ভাবে বেধে চলাচল করুন... তাতে ম্যানহোলের পরে হারিয়ে যাওয়ার সম্ভাবিলিটি কম থাইকপে... ;)
#
ঘড়ের স্যাতস্যাতে ভাব দুর করার জন্য বউ এর হেয়ার ড্রাইয়ার টা সদব্যবহার করুন (লুকিয়ে)