নেক্সট ইউক এ ঈদ। রাস্তাগুলো ঘড় মুখো মানুষের ভীড়। ছুটছে সব্বাই শেষ মুহুর্তের কেনাকাটায়। কেউ ছুটছে গ্রামের বাড়িতে পরিবার পরিজনের সাথে ঈদ করবে বলে। এখনো ঈদ শপিংএ যাইনি। যাব কি যাবনা ভাবছি। ইনডিসিশন নাকি মধ্যবিত্তের টানপোড়ন? আমার হয়তো কিছুই লাগবে না। ইতিমধ্যেই অনেক কিছু পাওয়া হয়ে গেছে। এখন শপিং এ যাওয়া অন্যদের জন্য। দায় শোধ। মধ্যবিত্তের সেন্টিমেন্ট। কাজিনগুলোর অপেক্ষা... ভাইয়া কি দিবে এবার? বড় মামা সবচাইতে দামি ড্রেসটা এখনো দিচ্ছেনা ক্যান?

আচ্ছা জরুরী অবস্থার মধ্যে ঈদটা এক বছর আটকে রাখা যায় না? মই নিউ তত্ত্বে এ বিষয়ে কি বলে? অথবা মই নুল এর কোন জামাতী বিবৃতি? দুই মই এর চিপায় পইরা আম জনতার পকেটের অবস্থা পাংখা। কিন্তু বাঙালীর বগল বাজানো বন্ধ হইতাছে না। দ্যাশের বড় একটা অংশ এখনো মনে করে জলপাই ভালো। যত্তোসব।

বাচ্চা গুলো ডিশ এর মধ্যে পানি নিয়ে খেলা করছে। পানি শেষ হয়ে গেলে আবার ভরে আনছে আবার খেলতেছে। হঠাৎ এর মধ্যে একটা বিষাক্ত শাপ চলে আসলেও সুবোধ বাচ্চাগুলোর কেউ বুঝতেছে না শাপটা আসলে কি করতে পারে।

এই বাচ্চাগুলো কবে বড় হবে? কেউ কি বলতে পারেন?

0 Comments:

Post a Comment