২০০৭
অনেক কস্টের একটা বছর... ইতিহাস!!!

জীবন!!! বড়ই জটিল একটা সমিকরন। হাসি-কান্না-আনন্দ-বিরহ এইসব নিয়েই তো জীবন। সব্বাই একসাথে হাসবে না... আবার সব্বাই একসাথে কাদবেও না। কালের পরিক্রমায় গত হয় অনেক বিষয়... আসলেই কি সব গত হয়ে যায়? জীবনতো আর ক্লাস রুমের লিখার বোর্ড নয় ... যে যখন তখন ডাস্টার দিয়ে মুছে ফেলবো... আবার নতুন করে গল্পের প্লট সাজাবো। পার্মানেন্ট মার্কার দিয়া লিখা অনেক ঘষাঘষিতে হয়তো একটু ধুষর হয়... কিন্তু মুছে না। ২০০৭ হারানোর বছর হিসেবে এটা গন্য হবে হয়তো আমার কাছে। অনিশ্চয়তার মাঝে বসবাস পুরোটা সময়। আর এই অনিশ্চয়তা প্রতিটা মুহুর্তকে মৃত্যুকুপে নিমজ্জিত করে। জীবনের পংকিলতায় কতকিছুই তো ঘটে... সব কিছু কি বলা যায়? একান্ত কিছু বিষয় ... কিছু ঘটনা... কিছু স্মৃতী সিন্দুকে ভরে তুলে রেখেছি। মাঝে মধ্যে সিন্দুকটা বের করে উকি দিয়ে দেখব... কষ্টের এক খেরখাতা। খোলার অধিকার? সেতো শুধুই আমারি।

শুধু বেঁচে থাকার চেষ্টা করে করে কখনো কখনো খুব ক্লান্তি লাগে। ক্লান্তিকর এই দিনাতিপাত নিরব ঘাতক হয়ে কন্ঠ রুদ্ধ করে। হাসফাস করে উঠি এক টুকরো নির্মল বাতাসের জন্য। একটা আকাশের আজ বড় প্রয়োজন অনুভূত হয় সারাক্ষণ। বিস্তির্ণ সাগরের জলরাশিতে বিলীন হয়ে যায় কান্নার নোনা জল। কন্ঠ রোধ করা কান্নাগুলো গলায় আটকে থাকে। কান্নার জন্য একটা কাধের বড় দরকার আজ।

বন্ধুরা
ভালো থাকেন সব্বাই... ভালো কাটুক প্রতিটি মুহুর্ত

0 Comments:

Post a Comment