ইন্টারনেট যখন শুরু করি তখন অনেকেই বলতো এটা হলো একটা বাজে জিনিষ... এর থেকে ১০০ হাত দুরে থাকুন। বয়োজেষ্ঠ্যদের ধারনা ছিলো অনেক ধরনের নোংরামি এই মাধ্যম থেকে সমাজে দ্রুত ছড়াচ্ছে... সমাজকে করছে কলুষিত। কিন্তু এর যে ব্যাপক একটা পজিটিভ দিক আছে তা সেইভাবে আমাদের সমাজে প্রচলিত ছিলো না। এটা কেউ বলেনি তখন যে একটা ক্লিক এই পুরো পৃথিবীটা হাতের মুঠোয় চলে আসছে। কত্ত দ্রুত যোগাযোগ.. পৃথিবীটা সত্যি এখন অনেক ছোট। ক্যান এত্ত প্যাচাইল পারতেছি? মাইণ্ড খাইয়েন না বন্ধু সকল। বয়স হইছে তো... একটু বেশি বক বক করি আজকাল...

আজ শাতীল এর জন্মদিন
এই নেটেই পরিচয়... নেটেই কথাকথি...
আমার অনেক প্রিয় একটি ছেলে

শাতীল এমন একটা শুভ দিনে তোমার জন্য অনেক ভালোবাসা
অনেক বড় হও... আকাশের মতো বিস্তৃত করো নিজেকে
জীবনের সকল কলুষতা থেকে মুক্ত থাকো... কখনোই কাউকে কষ্ট দিয়ো না...
সত্ভাবেই মানুষকে ভালোবেসো
বড় ভাই হিসেবে এইটুকুই তোমার কাছে কামনা রইলো... তোমার জন্মদিনে

সময় বদলাইছে... মানুষের দৃষ্টিভংগিও বদলাইছে... কিন্তু সম্পর্ক? সেই আগের মতো। এই নেট টা না থাকলে কিছু ভালো মানুষের সংস্পর্শ থেকে বঞ্চিত হতাম... এর জন্য ধন্যবাদ কিছুটা রনির ও প্রাপ্য ...
ভালো থাকো... ভালো কাটুক... আজ শুধু তোমার দিন... শুধুই তোমার

0 Comments:

Post a Comment